জ্ঞানী গনি ৩ নাটকটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ২৯ জানুয়ারি, ২০২৬। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে জ্ঞানী গনি ১ ও ২ মুক্তির পর থেকেই দর্শকরা নতুন পর্বের অপেক্ষায় ছিলেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে নাটকটির তৃতীয় কিস্তি, যা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করা যাবে।
নাটকের গল্প:
গনি মিয়া তার একমাত্র শালিকা শায়লার জন্য বিয়ের পাত্র দেখতে যাবেন। পাত্রীপক্ষের অভিভাবক হিসেবে তাকেই সব কথা বলতে হবে। এজন্য তিনি স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে উপস্থিত হন। পরদিন পাত্রপক্ষ শায়লাকে দেখতে আসে। তবে পাত্র নিজে উপস্থিত না থাকায় গনি মিয়া জানান, পরের সপ্তাহে তারা ছেলেকে দেখতে যাবেন।
পাত্রের বাবা-মা শায়লাকে নানা ধরনের প্রশ্ন করেন। তাই গনি মিয়াও ছেলেকে দেখতে গিয়ে একই ধরনের প্রশ্ন করেন। দুই পক্ষের আলোচনা শেষে সবাই বিয়ের জন্য একটি উপযুক্ত তারিখ নির্ধারণের কথা ভাবতে শুরু করে। কিন্তু পাত্রপক্ষ উপহার হিসেবে বেশ কিছু জিনিস দাবি করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—একটি মোটরসাইকেল, ফ্রিজ, খাট এবং দুই লক্ষ টাকা। অথচ এতসব দেওয়ার সামর্থ্য গনির শ্বশুরের নেই। ফলে কোনো ধরনের উপহার বা যৌতুক ছাড়া কীভাবে বিয়েটি সম্পন্ন করা যায়, সে বিষয়েই তারা চিন্তায় পড়ে যান।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, পাত্রের বাবা একজন অত্যন্ত ধনী ব্যক্তি। গ্রামে তাদের চেয়ে ধনী আর কেউ নেই। তবে তাদের মধ্যে কিপটামির স্বভাব রয়েছে বলেই এলাকাজুড়ে কথা প্রচলিত। নানা দিক থেকে কিপটামি করেই নাকি তারা আজ এত ধনী হয়েছেন। যদিও এসব বিষয়ে গনি মিয়ার তেমন কোনো চিন্তা নেই। তার একটাই চাওয়া—যৌতুক বা উপহার ছাড়াই যেন বিয়েটি সম্পন্ন করা যায়।
জ্ঞানী গনি ৩ নাটক ডাউনলোড লিংক
Gyani Goni 3 Natok Download Link
Video Quality : Web-DL
Video Size: 668.5 MB
Running time: 00:49:31 Hours
প্রথম লিংক থেকে জ্ঞানী গনি ৩ নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন জ্ঞানী গনি ৩ নাটক ডাউনলোড করার জন্য।




