থ্রি রোজেস একটি তামিল বাংলা সিনেমা। এই সিনেমায় তিনজন নারী চরিত্রকে তিনটি গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি, কীভাবে এই ‘থ্রি রোজেস’ একসঙ্গে যুক্ত হয়—সেই গল্পটিই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কাহিনিতে। সিনেমাটিতে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। ওটিটিতে বাংলা ভাষায় মুক্তির পর দর্শকমহলে থ্রি রোজেস ব্যাপক সাড়া ফেলেছে।
মুভির গল্প:
প্রথম রোজের নাম রিতু। তিনি একটি ফ্যাশন কোম্পানিতে ভালো পদে চাকরি করতেন। কিন্তু বাবা-মায়ের পীড়াপীড়িতে এবার তাকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। তবে বিয়ে কি আর চাইলেই হয়ে যায়? এখানে উভয় পক্ষের পছন্দ-অপছন্দের বিষয় জড়িত থাকে।
রিতুকে দেখতে প্রথম যে পাত্র এসেছিল, সে সারাক্ষণ মোবাইলে গেম খেলতেই ব্যস্ত থাকত। ফলে রিতুর সঙ্গে তার কোনো মিল তৈরি হয়নি। এরপর যে পাত্র আসে, সে নিজেও ঠিকভাবে বিয়ে করতে পারছিল না। অবশ্য এর পেছনে পাত্রের তেমন কোনো দোষ ছিল না। মূলত তার মা, চাচি, খালাসহ অনেক আত্মীয় একসঙ্গে রিতুকে দেখতে আসে। এতজন মানুষ একসঙ্গে মেয়ে দেখতে আসায় রিতু বেশ অস্বস্তিতে পড়ে যায়।
পাত্রের মা প্রথমেই মন্তব্য করেন—রিতু নাকি ছবির মতো অতটা সুন্দরী নয়। এরপর তিনি নিজের ছেলের নানা গুণগান শুরু করেন। পরে রিতু ছেলেটির সঙ্গে ছাদে গিয়ে একান্তে কথা বলে। আলাপের পর রিতুর মনে হয়, এমন একজন মানুষই হয়তো তার জীবনের জন্য উপযুক্ত।
সবকিছু ঠিকঠাকই চলছিল। পাত্রও রিতুকে পছন্দ করেছিল। কিন্তু পরের দিন হঠাৎ করেই পাত্রের মা ফোন করে জানিয়ে দেন, তারা এই সম্পর্ক আর এগিয়ে নিতে চান না। এখানেই শেষ নয়—এভাবেই আরও কয়েক দিন নানা ঘটনা চলতে থাকে।
এরপর কী ঘটে, তা জানতে এখনই নিচে দেওয়া লিংক থেকে সিনেমাটি দেখে নিন।
থ্রি রোজেস মুভি ডাউনলোড লিংক
Three Roses Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 2.53 GB
Running time: 04:31:27 Hours
প্রথম লিংক থেকে থ্রি রোজেস মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন থ্রি রোজেস মুভি ডাউনলোড করার জন্য।




