ধ্যাততেরিকি মুভি ডাউনলোড লিংক – Dhat Teri Ki Movie Download Link

ধ্যাততেরিকি মুভি ডাউনলোড লিংক – Dhat Teri Ki Movie Download Link

ধ্যাততেরিকি একটি বাংলাদেশি চলচ্চিত্র, যা ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত। এতে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। প্রধান চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া এবং রাজতাভ দত্ত।

মুভির কাহিনী:

মির্জা সাহেবের বাবা মৃত্যুশয্যায় একটি গুরুত্বপূর্ণ কথা বলে যান। তিনি জানান, তাঁদের বাড়ির উঠোনে প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের একটি গুপ্তধন লুকিয়ে রয়েছে। প্রথমে বাবার কথায় বিশ্বাস করতে পারেননি মির্জা সাহেব। তবে বিস্তারিত শোনার পর তিনি বুঝতে পারেন, বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ।

গুপ্তধন উদ্ধারের জন্য মির্জা সাহেব উঠোনের মাটি খুঁড়তে চাইলে কর্তাবাবু বাধা দেন। তিনি জানান, মাটি খুঁড়লে কিছুই পাওয়া যাবে না। বরং উঠোনের এক পাশে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড বলতে হবে। তাহলেই মাটির নিচ থেকে গুপ্তধনের হাঁড়ি ভেসে উঠবে। কিন্তু দুঃখজনকভাবে পাসওয়ার্ডটি বলার আগেই কর্তাবাবুর মৃত্যু হয়।

এরপর দীর্ঘদিন ধরে মির্জা সাহেব উঠোনের পাশে দাঁড়িয়ে নানা ছন্দ, কবিতা ও কথা বলতে থাকেন। এভাবেই কেটে যায় বহু বছর। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বৃদ্ধ হয়ে যান। কিন্তু আজও সেই গুপ্তধন উদ্ধার করতে পারেননি।

অন্যদিকে, ট্যারা সাদ্দাম নামে এক সন্ত্রাসীকে সাজা দিয়েছিলেন মির্জা সাহেব। বর্তমানে সে কারাগারে বন্দি। জেল থেকে পালিয়ে মির্জা সাহেবের ওপর প্রতিশোধ নিতে চায় ট্যারা সাদ্দাম। এজন্য সে একটি এজেন্সিকে ভাড়া করে পালানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, জেলখানার দেয়াল টপকে একটি গাড়ির ওপর লাফ দেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত সে অন্য একটি গাড়ির ওপর লাফ দেয়। সেই গাড়িটি কিছুক্ষণ পরই আবার জেলখানার ভেতরে ঢুকে পড়ে। ফলে তার পালানোর চেষ্টা ব্যর্থ হয়।

এরপরই শুরু হয় সিনেমার মূল গল্প। প্রেম, ভালোবাসা, মারামারি ও হাস্যরস—সবকিছুর মিশেলে সিনেমাটি হয়ে উঠেছে দারুণ উপভোগ্য। তাই দেরি না করে নিচে দেওয়া লিংক থেকে মুভিটি দেখে নিতে পারেন।

ধ্যাততেরিকি মুভি ডাউনলোড লিংক

Dhat Teri Ki Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.02 GB
Running time: 02:22:12 Hours

প্রথম লিংক থেকে ধ্যাততেরিকি মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ধ্যাততেরিকি মুভি ডাউনলোড করার জন্য।

Scroll to Top