২ আগস্ট, ২০২৪ শুক্রবার ওটিটিতে মুক্তি পায় “দ্য নাইট অফ ক্রাইম” ওয়েব সিরিজ। এটি একটি বাংলা ক্রাইম থ্রিলার যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত ও পায়েল সরকার।
সিরিজের ট্রেইলার শুরু হয় এক হত্যাকাণ্ড দিয়ে। এরপর ধাপে ধাপে সামনে আসে নানা রহস্য, সম্পর্কের জটিলতা আর অন্ধকার আবেগের গল্প।
কাহিনী সংক্ষেপ
কাহিনী শুরু হয় এক শিশুর টিভি সিরিয়াল দেখা থেকে। তার মা একটি টকশোতে নারী-পুরুষের আত্মহত্যার কারণ ও প্রবণতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর অচেনা এক পুরুষের ফোন পান তিনি। লোকটি জানায়, কেউ তাকে খুন করতে চায়, আর সে ভয় পেয়ে ধীরে ধীরে আত্মহত্যার পথে এগোচ্ছে। কয়েকদিনে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়।
অন্যদিকে এক পুলিশ অফিসার নিজের স্ত্রীকে অপর এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতায় দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে, আর তিনি সেই ব্যক্তিকে ধরতে মরিয়া হয়ে ওঠেন।
এছাড়াও কাহিনীতে দেখা যায় এক দম্পতির অদ্ভুত সম্পর্কের টানাপোড়েন, যেখানে তাদের সন্তানরা সবকিছু নিঃশব্দে প্রত্যক্ষ করে।
আরেকটি গল্প ঘিরে রয়েছে এক ব্যান্ডদলকে। নেতৃত্বের দ্বন্দ্বে ভাঙনের মুখে পড়ে দলটি। একজন মেয়ে দাবি করে—ব্যান্ডের আসল নিয়ন্ত্রণ তারই। অপর সদস্য এক ছেলে তাতে রাজি না হওয়ায় তর্ক মারামারিতে গড়ায়। শেষ পর্যন্ত সম্পর্কের টানাপোড়েন অন্যভাবে মিটিয়ে নেয় তারা।
সব মিলিয়ে নানা ঘটনা, রহস্য আর সম্পর্কের অদ্ভুত বাঁক মিলে এগিয়ে চলে “দ্য নাইট অফ ক্রাইম”-এর কাহিনী। শেষ পরিণতি জানতে হলে দেখতে হবে পুরো সিরিজ।
দ্য নাইট অফ ক্রাইম ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
The Night of Crime Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 947.1 MB
Running time: 02:43:33 Hours
প্রথম লিংক থেকে দ্য নাইট অফ ক্রাইম ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন দ্য নাইট অফ ক্রাইম ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।