১০ নভেম্বর, ২০২৫ টফিতে মুক্তি পায় স্মার্ট লজিং মাস্টার নাটক। গল্পটি গড়ে উঠেছে এক তরুণের সংগ্রামের পথচলাকে কেন্দ্র করে, যেখানে পড়াশোনা শেষ করে জীবনে দাঁড়ানোর চেষ্টায় নানা বাধা পেরোতে হয় তাকে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, সুমনা ও ফারুক আহমেদ।
কাহিনী সংক্ষেপ
আবির ভূঁইয়া দীর্ঘ সংগ্রামের পর মাস্টার্স সম্পন্ন করে। ডিগ্রি হাতে পেলেও চাকরি জোটানো তার পক্ষে সহজ হয়নি। বহু স্থানে আবেদন করেও কোনো সাড়া না পেয়ে একসময় বিজ্ঞাপন দেখে চোখ আটকে যায় একটি অদ্ভুত অফারে। সেখানে লেখা—গৃহশিক্ষক নিয়োগ, বেতন ১ লাখ টাকা। এত টাকা দিয়ে অভিভাবক কেন শিক্ষক চান, এর পেছনে কী গোপন রহস্য—এ নিয়ে তার মনে প্রশ্ন জাগে।
কিন্তু আবিরের এখন জরুরি টাকা আর থাকার নিরাপদ জায়গা। বিজ্ঞাপনে খাওয়ার-থাকার সুবিধাও দেওয়া হবে উল্লেখ ছিল। তাই দেরি না করে ইন্টারভিউ দিতে চলে যায় সে। কিছু কথাবার্তার পর তাকে চাকরির জন্য বেছে নেওয়া হয়।
পরদিন মেসের বন্ধুদের বিদায় জানিয়ে নতুন কর্মস্থলে হাজির হয় আবির। প্রথম রাতেই বিপত্তি শুরু। খাবার খেতে গিয়ে দেখে তরকারিতে প্রচণ্ড ঝাল, আর সালাদ হিসেবে দেওয়া হয়েছে শুধু একবাটি লেবু। রাতে ঘুমাতে গেলে আরও অবাক—বিছানাজুড়ে ছারপোকার উপদ্রব।
দিন যত যাচ্ছে, ততই নানা অদ্ভুত সমস্যা ও অপমানের মুখোমুখি হচ্ছে আবির। তবুও সে ভাঙতে রাজি নয়। কারণ মাস শেষে ১ লাখ টাকা পাওয়ার স্বপ্ন তাকে টিকিয়ে রাখে।
এখন দেখার বিষয়—কতটা ধৈর্য ধরে আবির এই অদ্ভুত বাড়িতে গৃহশিক্ষকের দায়িত্ব পালন করতে পারে এবং শেষ পর্যন্ত সত্যিই সে কি প্রতিশ্রুত সেই বিশাল অঙ্কের বেতন হাতে পায়?
স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড লিংক
Smart Lodging Master Natok Download Link
Video Quality : Web-DL
Video Size: 931.8 MB
Running time: 00:52:17 Hours
প্রথম লিংক থেকে স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড করার জন্য।




