২০২২ সালে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে অন্যতম একটি হলো দিঘি অভিনীত ‘শেষ চিঠি’। এটি একটি অনাথ মেয়ের জীবন ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত একটি আবেগঘন নাটক। মুক্তির পর নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। আশা করি, নাটকটি আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের গল্প:
রেহানা বেগম তার একমাত্র ছেলে শ্যামলের জন্য একটি মেয়ে ঠিক করেন। কিন্তু মাকে না জানিয়ে শ্যামল ইতোমধ্যে তুলি নামের একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে। এই গোপন বিয়ের কারণে পরিবারের সবাই তুলির প্রতি অসন্তুষ্ট হয়ে ওঠে। বিশেষ করে রেহানা বেগম তুলিকে একেবারেই পছন্দ করেন না, কারণ তুলি একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। তবে শ্যামল তুলিকে ভীষণ ভালোবাসে।
শ্বাশুড়ির মন জয়ের জন্য তুলি নানা চেষ্টা করতে থাকে। কিন্তু কোনোভাবেই সে রেহানা বেগমের মনে জায়গা করে নিতে পারে না। রান্নাবান্নার কাজে সাহায্য করতে চাইলে তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, এমনকি ঘরের ছোটখাটো কাজেও তাকে হাত লাগাতে নিষেধ করা হয়।
কিছুদিন পর শ্যামল তুলির জন্মদিন উপলক্ষে কিছু উপহার ও একটি কেক কিনে আনে। এসব দেখে রেহানা বেগম প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, “একজন পরিচয়হীন মেয়ের আবার জন্মদিন কিসের?” এসব কথা আড়াল থেকে শুনে কান্নায় ভেঙে পড়ে তুলি।
পরদিন রেহানা বেগম তার ছেলেকে বলেন, তুলিকে কিছু টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিতে। তার জন্য তিনি ইতোমধ্যে একটি ভালো মেয়ে ঠিক করে রেখেছেন। মায়ের মুখে এমন কথা শুনে শ্যামল ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবে তো আর থাকা যায় না—কিছু একটা করতেই হবে। কিন্তু শ্যামল কী সিদ্ধান্ত নেবে?
সেটা জানতে এখনই নিচে দেওয়া লিংক থেকে নাটকটি দেখে নিন। আশা করি, নাটকটি সবার কাছেই উপভোগ্য হবে।
শেষ চিঠি নাটক ডাউনলোড লিংক
Shesh Chithi Natok Download Link
Video Quality : Web-DL
Video Size: 844.5 MB
Running time: 00:53:15 Hours
প্রথম লিংক থেকে শেষ চিঠি নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন শেষ চিঠি নাটক ডাউনলোড করার জন্য।




