২৭ নভেম্বর ২০২৫—আইস্কিনে প্রকাশিত হলো সাত ভাই চম্পা আদি পর্ব ২, যা প্রথম পর্বের ধারাবাহিক গল্পকে নতুন মোড় দিয়েছে। আগের পর্ব না দেখা থাকলে চরিত্রগুলোর সম্পর্ক ও রহস্য একসাথে বুঝে ওঠা কঠিন হবে, তাই শুরুতে পর্ব–১ দেখে নেওয়ার পরামর্শ রইল। দেশের জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীর উপস্থিতি এবং তাদের অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজটি প্রকাশের পর থেকেই দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছে।
কাহিনী সংক্ষেপ
মহারাজ বিজয় বাহু সাত বছর ধরে রাজত্ব করছেন। বাহ্যিকভাবে তিনি শক্তিশালী শাসক হলেও, ব্যক্তিজীবনে তিনি গভীর সংকটে—কারণ তার স্ত্রী গোপনে অন্য একজনের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে মহারাজের বোন দেবজানী নীরবে তার নিজস্ব বিশাল এক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে।
দেবজানী বহুদিন কারাগারে আটকে থাকা মহারাজের যমজ ভাইকে গোপনে মুক্ত করে আনে। তারপর ধীরে ধীরে তাকে রাজআদব, রাজনীতি, হাঁটা-চলা, এমনকি মহারাজের ব্যক্তিগত অভ্যাস পর্যন্ত শিখিয়ে হুবহু একই রূপে গড়ে তোলে।
সব প্রস্তুতি শেষ হলে দেবজানী একদিন জাদুর আয়োজনের কথা বলে প্রাসাদে প্রবেশ করে। সুযোগ বুঝে মহারাজকে পালকিতে তুলে নিয়ে যায়, আর পরিকল্পনা অনুযায়ী তার যমজ ভাইকে সত্যিকারের রাজা সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেয়। আশ্চর্যের ব্যাপার—রাজপ্রাসাদের কেউই প্রতারণা টের পায় না।
অপরদিকে জ্ঞান ফেরার পর মহারাজ দেখেন তিনি অন্ধকার পাতালকারাগারে বন্দি। তার মুখে কালো রং মাখানো ও মুখোশে ঢাকা—ফলে কেউ তাকে চিনতেও পারছে না। তিনি নিজের অবস্থার কারণ খুঁজতে চেষ্টা করেন, কিন্তু কীভাবে ফাঁদে পড়লেন কিংবা কেন সবাই তাকে অচেনা মনে করছে—সেটা কিছুতেই বুঝে উঠতে পারেন না।
এরপর কী ঘটবে? মহারাজ কি সত্যটা প্রমাণ করতে পারবেন? দেবজানীর চক্রান্ত কি সফল হবে, নাকি সত্যিই শুরু হবে প্রতিশোধের নতুন অধ্যায়?
সেসব জানতে এখনই নিচের লিংক থেকে পুরো পর্বটি দেখে নিন। আশা করছি গল্পের টুইস্ট ও রহস্য আপনাদের ভালো লাগবে।
সাত ভাই চম্পা আদি পর্ব ২ মুভি ডাউনলোড লিংক
Saat Bhai Champa Adi Part 2 Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.65 GB
Running time: 01:32:40 Hours
প্রথম লিংক থেকে সাত ভাই চম্পা আদি পর্ব ২ মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন সাত ভাই চম্পা আদি পর্ব ২ মুভি ডাউনলোড করার জন্য।




