রেইড ২ মুক্তি পেল প্রেক্ষাগৃহে – দুর্নীতির বিরুদ্ধে আরও এক সাহসী লড়াই
২০২৫ সালের ১ মে, বড় পর্দায় পা রাখল বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘রেইড ২’। অজয় দেবগন, রিতেশ দেশমুখ ও বাণী কাপুর অভিনীত এই চলচ্চিত্রটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’-এর গল্পকে এগিয়ে নিয়ে যায় সাত বছর পরের প্রেক্ষাপটে। ফের আইআরএস অফিসার অময় পাটনায়েক চরিত্রে দেখা যায় অজয়কে, যিনি এবার মুখোমুখি হন আরও এক মারাত্মক হোয়াইট-কলার অপরাধীর।
গল্পের সংক্ষিপ্ত বিবরণ
ভারতের কর বিভাগের একজন আদর্শবাদী ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা, অময় পাটনায়েক, যার নেতৃত্বে ৭৪টি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ₹৪২০ কোটির বেশি কালো টাকা। এক নতুন পোস্টিংয়ে তাকে পাঠানো হয় ভোজ নামের একটি এলাকায়, যেখানে উঠে আসে আরেক প্রভাবশালী রাজনীতিবিদের নাম— দাদা মনোহর ভাই (অভিনয়ে রিতেশ দেশমুখ)। মনোহর ভাইয়ের সঙ্গে আগের এক রেইডে বাজেয়াপ্ত অর্থের সরাসরি যোগসূত্র পাওয়া যায়।
এইবারের, অর্থাৎ ৭৫তম অভিযানে, অময় তার কৌশল, ধৈর্য ও আইনগত জ্ঞানের পূর্ণ ব্যবহার করে দুর্নীতির শিকড়ে আঘাত হানার চেষ্টা করেন। কিন্তু অভিযানের মাঝপথেই এক চক্রান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও পরে বরখাস্ত আদেশ প্রত্যাহার হয়, এবং তিনি আরও পরিকল্পিতভাবে ও দলবদ্ধভাবে মনোহর ভাইয়ের বিরুদ্ধে অভিযান চালান।
রেইড ২ ফুল মুভি ডাউনলোড লিংক
Raid 2 Full Movie Download Link
Video Quality : PREHD
Video Size: 1.42 GB
Running time: 02:13:11 Hours
প্রথম লিংক থেকে রেইড ২ মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন রেইড ২ মুভি ডাউনলোড করার জন্য।