১ আগস্ট, ২০২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পুতুলনাচের ইতিকথা। জনপ্রিয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ১৯৩৫ সালের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, সুরঙ্গনা ব্যানার্জী, আবির চ্যাটার্জি এবং আরও অনেকে। পুরনো গল্প হলেও আধুনিক উপস্থাপনায় সিনেমাটি দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেয়।
কাহিনী সংক্ষেপ
ডাক্তারি শেষ করে শশী কলকাতা থেকে গ্রামে ফিরে আসে। বাবার ইচ্ছায় সে গ্রামের মানুষদের চিকিৎসা শুরু করলেও তার মনে শহরে ফিরে গিয়ে বড় কিছু করার স্বপ্ন জাগে। বিলেত গিয়ে পড়াশোনা করার ইচ্ছে তাকে বারবার তাড়া দেয়।
এদিকে গ্রামে মতি নামের এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঝড়ে তার বাবা মারা যাওয়ার পর মেয়েটি আরও অসহায় হয়ে পড়ে। মতির বাবার শেষ ইচ্ছা ছিল, মেট্রিক পাশ কোনো ভালো ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া। তাই নিজের দায়িত্ববোধ থেকে শশী মতির চিকিৎসা ও উপযুক্ত পাত্র খোঁজার কাজ হাতে নেয়।
অন্যদিকে মতির বৌদি কুসুম শশীর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। নানা অজুহাতে শশীর কাছাকাছি আসার চেষ্টা করে সে। কিন্তু শশী সবসময়ই দূরে থাকার চেষ্টা করে। এক রাতে কুসুম নিজের মনের কথা খুলে বললেও শশীর অবস্থান বদলায় না। ধীরে ধীরে কুসুমের জীবনে অন্য এক পুরুষের উপস্থিতি তৈরি হতে থাকে।
এই সময় শশীর বন্ধু কুমুদবাবু গ্রামে আসে। সেও শহর থেকে উচ্চ ডিগ্রি নিয়ে ফিরেছে। কাকতালীয়ভাবে তার সঙ্গে মতির পরিচয় হয় এবং ধীরে ধীরে দু’জনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। লাজুক ও শান্ত স্বভাবের মতি কুমুদবাবুর প্রতি মন হারালেও শশীর ভেতরেও অদ্ভুত টান তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত কুমুদবাবুই মতিকে বিয়ে করে নিয়ে যায়।
এর পর গল্প কোন দিকে মোড় নেয়, শশীর জীবনে কী ঘটে—সব জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে।
পুতুলনাচের ইতিকথা মুভি ডাউনলোড লিংক
Putulnacher Itikatha Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.36 GB
Running time: 02:01:18 Hours
প্রথম লিংক থেকে পুতুলনাচের ইতিকথা মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন পুতুলনাচের ইতিকথা মুভি ডাউনলোড করার জন্য।




