পক্ষীরাজের ডিম একটি রোমাঞ্চকর শিশুতোষ সায়েন্স ফিকশন চলচ্চিত্র। ছবিটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং পরে ২৯ আগস্ট ২০২৫-এ ওটিটিতে রিলিজ হয়। এতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু।
কাহিনী সংক্ষেপ:
আকাশগঞ্জ হাই স্কুলের ছাত্র ঘোটন পড়াশোনায় দুর্বল, বিশেষ করে গণিতে সবসময় শূন্য নম্বর পায়। এর ফলে তার হাই স্কুল পাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে প্রধান শিক্ষকের কাছে অনুরোধ জানায় রিটেস্ট দেওয়ার সুযোগের জন্য। শর্তসাপেক্ষে অনুমতি মেলে—গণিত শিক্ষক বটব্যল স্যার রাজি হলে তবেই পরীক্ষা দেওয়া যাবে।
ঘোটন সরাসরি বটব্যল স্যারের কাছে গেলে তিনি পড়ানোর দায়িত্ব নিতে একেবারেই রাজি হন না। শেষমেশ এক অভিনব কৌশল বের করে ঘোটন। গ্রামের জঙ্গলের একটি রহস্যময় মন্দির থেকে সে একটি চকচকে পাথর সংগ্রহ করে এবং স্যারের হাতে তুলে দিয়ে বলে, এটি নাকি “পক্ষীরাজের ডিম।” বিনিময়ে তাকে পড়ানোর অনুরোধ জানায়।
পাথরটি দেখে বটব্যল স্যার বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত মনে করেন এটি কোনো অমূল্য সম্পদ। এরপর ঘোটন ও এক সহপাঠী মেয়ে একসঙ্গে তার কাছে পড়তে শুরু করে। অন্যদিকে বটব্যল স্যার পাথরটি নিয়ে গভীর গবেষণায় মগ্ন হয়ে পড়েন।
কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন এক বিদেশী গবেষক ওই পাথরের খোঁজ পেয়ে যায়। তিনি পাঁচ কোটি টাকা দিয়ে সেটি কিনতে চান। স্যার বিক্রি করতে অস্বীকৃতি জানালে শুরু হয় নতুন ষড়যন্ত্র—যেকোনোভাবে সেই রহস্যময় “পক্ষীরাজের ডিম” হাতিয়ে নেওয়ার চেষ্টা।
পক্ষীরাজের ডিম মুভি ডাউনলোড লিংক
Pokkhirajer Dim Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 983.9 MB
Running time: 02:09:29 Hours
প্রথম লিংক থেকে পক্ষীরাজের ডিম মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন পক্ষীরাজের ডিম মুভি ডাউনলোড করার জন্য।