ওম কালী জয় কালী: এক রাতের ত্রাস
বৃষ্টি হচ্ছিল। না, যেন আকাশ ফেটে পড়েছে। কলকাতার অন্ধকার গলিতে একা দাঁড়িয়ে সিগারেট টানছিলেন এক নারী। চোখে তার আতঙ্ক, যেন কোথাও লুকিয়ে থাকা ভয়াল ছায়া তাকে তাড়া করে বেড়াচ্ছে। দূরে শোনা যাচ্ছিল মিছিলের আওয়াজ। একদল উন্মত্ত লোক, হাতে লাঠি, আগুনের মশাল। তাদের মুখে একটাই স্লোগান—”জয় কালী! ওম কালী!”
এদিকে, শহরের অন্যপ্রান্তে, একটা চলন্ত বাসে বসে ছিল এক কিশোরী। চারপাশে সাধারণ যাত্রীদের মধ্যে সে-ই একমাত্র যে আতঙ্কিত ছিল। বারবার ফোনের স্ক্রিনে চোখ বুলাচ্ছিল, যেন কারও খোঁজ করছে। হঠাৎই বাস থেমে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা উন্মত্ত জনতা বাস ঘিরে ফেলল। কিশোরী জানত, এই রাতে শহরের অনেক কিছুর পরিবর্তন হতে চলেছে।
কিন্তু কেন? কী ঘটছে এই শহরে? কারা এই লোকজন? আর সেই নারী, যে ধূমপান করছিল, তার কী সম্পর্ক এই বিশৃঙ্খলার সঙ্গে?
“ওম কালী জয় কালী” ওয়েব সিরিজের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে থ্রিল, রহস্য আর ভয়। এক রাতের গল্প, যা বদলে দিতে পারে অনেকের জীবন।
দেখতে হলে জিও হটস্টারে এখনই স্ট্রিম করুন!
ওম কালী জয় কালী ফুল ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Om Kali Jai Kali Full Web Series Download Link
Video Size: 2.57 GB
Running time: 03:39:28 Hours
প্রথম লিংক থেকে ওম কালী জয় কালী ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ওম কালী জয় কালী ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।