ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম আটে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ নিশীথ সেন। সিরিজটির মূল গল্প আবর্তিত হয়েছে নিশীথ নামের এক রহস্যময় ব্যক্তিকে ঘিরে। এতে ফাহিম মির্জাসহ বেশ কয়েকজন জনপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন।
সিরিজের কাহিনী:
বৃষ্টির বাবা একজন পুলিশ অফিসার। চাকরির কারণে তাঁকে ঘন ঘন বদলি হতে হয়, ফলে কিছুদিন পরপরই তাদের বাসা পরিবর্তন করতে হয়। এ কারণে বৃষ্টি বেশ মন খারাপ করে থাকে, কারণ বারবার জায়গা বদলানোর ফলে তার তেমন কোনো বন্ধু তৈরি হয়নি।
নতুন বাসায় ওঠার পর থেকেই বৃষ্টির মধ্যে নানা অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে। কখনো সে ঘুমের মধ্যে হাঁটতে থাকে, আবার কখনো দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। মেয়ের এমন আচরণে বৃষ্টির বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান। তাই তাঁরা বৃষ্টিকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যান। কিন্তু কোনো চিকিৎসাতেই তার অবস্থার উন্নতি হয় না। ধীরে ধীরে সবার মনে ধারণা জন্মায়, বাড়িটা ভালো নয়—হয়তো সেখানে কোনো অশুভ আত্মার উপস্থিতি রয়েছে।
এদিকে স্থানীয় সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েন বৃষ্টির বাবা। কারণ নতুন থানায় যোগ দিয়েই তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছিলেন। এর কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে আগুন লাগে এবং বৃষ্টি গুরুতর আহত হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পেছনে সন্ত্রাসীদের হাত রয়েছে।
নিশীথ সেন ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Nishith Sen Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 1,005.5 MB
Running time: 02:38:01 Hours
প্রথম লিংক থেকে নিশীথ সেন ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন নিশীথ সেন ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।




