২১ জুন ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলা চলচ্চিত্র ‘নার্ভ’। পরে এটি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের জন্য উন্মুক্ত হয়। ভারতীয় এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শুভজিত আদগিরি, অক্ষয় অরুণ ও বুদ্ধদেব ভট্টাচার্য।
কাহিনী সংক্ষেপ
রিতি হুইলচেয়ারে বসেই জীবন কাটায়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা–মায়ের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই রিতির পায়ের নার্ভ অকেজো হয়ে যায়। বর্তমানে রিতির পুরো জগৎ সীমাবদ্ধ তার বড় দিদি এবং দেবকে ঘিরে। দেব রিতির ঘনিষ্ঠ বন্ধু। কলেজ থেকে ফিরে প্রতিদিন সে রিতিকে পড়াশোনায় সাহায্য করে।
সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু একদিন অপ্রত্যাশিত এক ঘটনায় দিদির মনে সন্দেহের জন্ম নেয়। বাজার থেকে ফিরে সে দেখে—রিতি হেঁটে বেড়াচ্ছে! প্রশ্ন জাগে, কবে থেকে রিতি হাঁটতে পারছে? আর এতদিনই বা কেন বিষয়টি গোপন রেখেছে? আরও বিস্ময়ের বিষয়, প্রতিদিন রাতে ঘুমানোর আগে রিতির যে ওষুধ খাওয়ার কথা, সেই ওষুধের কৌটা একমাস ধরে অক্ষত অবস্থায় পড়ে আছে।
এর মধ্যেই রিতির সিনেমা দেখার শখ জাগে। দেবকে সঙ্গে নিয়ে সে যায় সিনেমা হলে। বিরতির সময় দেবের কাঁধে ভর দিয়ে পপকর্ন কিনতে বের হয় রিতি। ঠিক তখনই হঠাৎ সেখানে হাজির হয় তার দিদি। রিতিকে হাঁটতে দেখে দিদি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জোর করে তাকে বাড়িতে ফিরিয়ে আনে।
ঘরে ফিরে রিতি জানায়—সে কখনোই সুস্থ হয়নি, এখনও নয়। এরপর সে দেবের কাছে সাহায্য প্রার্থনা করে। যে কোনো মূল্যে দিদির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে চায় রিতি। দেব তাকে নিয়ে পালানোর পরিকল্পনা করে। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যখন দিদি রাগের মাথায় দেবের মাথায় আঘাত করে। শেষে রিতি ও দেব—দুজনকেই আলাদা ঘরে বন্দি করে রাখা হয়।
এরপর কী ঘটে? রিতি কি আদৌ সত্য বলছে, নাকি লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে সিনেমার বাকি অংশ। ভিন্ন ধাঁচের গল্প ও রহস্যে ভরা ‘নার্ভ’ নিঃসন্দেহে দর্শকদের জন্য একটি আলাদা অভিজ্ঞতা এনে দেবে। এখনই নিচে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন সিনেমাটি।
নার্ভ মুভি ডাউনলোড লিংক
Nerve Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 769.4 MB
Running time: 01:23:03 Hours
প্রথম লিংক থেকে নার্ভ মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন নার্ভ মুভি ডাউনলোড করার জন্য।




