২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল সিনেমা লাইফ পার্টনার। পরবর্তীতে এটি বাংলা ভাষায় ডাবিং হয়ে একটি বাংলা ওটিটিতে মুক্তি পায়। সিনেমাটিতে একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। বাংলা ভাষায় মুক্তির পর দর্শকমহলে সিনেমাটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।
মুভির কাহিনী:
সিনেমার গল্প শুরু হয় ভূমি নামের এক সুন্দরী তরুণীকে ঘিরে। ভূমির মা নানাভাবে মেয়েকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করেন। তবে ভূমি কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসতে চায় না। এ বিষয়ে ভূমির বাবা কখনোই মেয়ের ওপর চাপ সৃষ্টি করেন না। ফলে বিষয়টি নিয়ে ভূমির মা প্রায়ই ভূমির ওপর বিরক্ত ও ক্ষুব্ধ থাকেন। কারণ ভূমি কোনো পাত্রের সঙ্গেই দেখা করতে রাজি নয়।
এদিকে ভূমি নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। যেখানে বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্ট আয়োজন করা হয়। অফিসে ভূমির স্টাফরা তাকে বেশ ভয় পায়। কারণ তিনি সব সময় কর্মীদের কাজের ভুল ধরেন এবং প্রয়োজনে শাস্তিও দেন।
এদিকে ভূমির পূর্বপরিচিত এক যুবক প্যারিস থেকে দেশে ফিরে আসে। তার নাম আকাশ। বিশ্ববিদ্যালয় জীবনে তারা একসঙ্গেই পড়াশোনা করেছে। বর্তমানে আকাশ বেশ পরিচিত ও সফল হলেও ভূমির কাছে তার তেমন কোনো গুরুত্ব নেই। শুরুতে এতে আকাশ কষ্ট পেলেও ধীরে ধীরে সে মানিয়ে নেয়। কারণ ইতোমধ্যেই সে ভূমির প্রেমে পড়ে গেছে।
একপর্যায়ে কৌশলে আকাশ ভূমির অফিসে একটি প্রজেক্টের কাজ নেয়। ভূমি সমুদ্রের তীরে একটি দৃষ্টিনন্দন অফিস নির্মাণ করতে চায়। এর জন্য বিল্ডিংয়ের আকর্ষণীয় ডিজাইন প্রয়োজন। প্রথমদিকে ভূমি আকাশকে দিয়ে কাজ করাতে রাজি ছিল না। তবে আকাশের অনুরোধে শেষ পর্যন্ত সম্মতি দেয়।
সিনেমার বাকি গল্প জুড়ে রয়েছে ধীরে ধীরে গড়ে ওঠা এক ভিন্নধর্মী ভালোবাসার কাহিনী, যা দর্শকদের আবেগ ছুঁয়ে যায়।
লাইফ পার্টনার তামিল বাংলা মুভি ডাউনলোড লিংক
Life Partner Tamil Bangla Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.37 GB
Running time: 02:11:04 Hours
প্রথম লিংক থেকে ভারুদু কাভালেনু – লাইফ পার্টনার বাংলা ডাবিং মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ভারুদু কাভালেনু – লাইফ পার্টনার বাংলা ডাবিং মুভি ডাউনলোড করার জন্য।




