২০২৪ সালের ১০ এপ্রিল চরকি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে “লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি” (বাংলা অর্থ— এক বিবাহে আটকা) সিনেমাটি। ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং আকর্ষণীয় অভিনেত্রী জেফর রহমান।
🧩 কাহিনীর সংক্ষেপ
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন সফল ও প্রভাবশালী ব্যবসায়ী (চঞ্চল চৌধুরী), যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এডভারটাইজিং ও প্রমোশনাল কাজ করেন। অফিসের অন্য কর্মীদের তুলনায় দুই সহকর্মী অহনা ও লামিয়া তাঁর বিশেষ পছন্দের।
অহনা মাত্র তিন মাস হলো অফিসে যোগ দিয়েছে, কিন্তু দক্ষতার কারণে দ্রুতই স্থায়ী পদে নিয়োগ পায়। একদিন প্রেজেন্টেশন দেখানোর সময় বসের আচরণ হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে — তিনি অহনাকে জড়িয়ে ধরেন, তারপর চুপচাপ পাশের রুমে চলে যান। অপ্রত্যাশিত ঘটনাটি অহনাকে হতবাক করে তোলে।
পরবর্তীতে বস নানা কৌশলে অহনাকে বোঝান, আর অহনাও ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে ওঠে। এরই মাঝে WhatsApp-এ তাদের মধ্যে শুরু হয় ব্যক্তিগত আলাপচারিতা, যা একসময় গোপন সম্পর্কের রূপ নেয়।
বস অহনার সঙ্গে সময় কাটানোর জন্য স্ত্রীকে বলে মালদ্বীপে ব্যবসায়িক সফরে যাচ্ছেন। কিন্তু যেই বিমানে যাওয়ার কথা ছিল, সেটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে পড়ে — সবাই নিহত হয়। স্ত্রী ধরে নেয়, তাঁর স্বামী আর বেঁচে নেই। কিন্তু কয়েকদিন পর বস কক্সবাজার থেকে ফিরে আসতেই শুরু হয় সন্দেহ আর রহস্যের নতুন অধ্যায়।
এদিকে অহনার পাশাপাশি লামিয়ার প্রতিও আগ্রহ দেখাতে থাকে বস।
তাহলে কী হবে এরপর?
নিজের জালে জড়িয়ে পড়া এই মানুষটি কি পারবে সব সামাল দিতে?
নাকি নিয়তির ফাঁদে পড়ে যাবে নিজেই?
সব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে – “লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি”।
লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী ফুল মুভি ডাউনলোড লিংক
Last Defenders of Monogamy Full Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.27 GB
Running time: 01:23:31 Hours
প্রথম লিংক থেকে লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী মুভি ডাউনলোড করার জন্য।