কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Karma Korma Web Series Download Link

কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Karma Korma Web Series Download Link

১২ ডিসেম্বর, ২০২৫ ওটিটিতে হাজির হয়েছে নতুন ক্রাইম–ড্রামা ঘরানার সিরিজ ‘কার্মা কোর্মা’। গল্পের কেন্দ্রে দুই নারী, যারা রান্না শেখার আড়ালে নিজেদের স্বামীদের শায়েস্তা করার পরিকল্পনা সাজায়। কেন এমন সিদ্ধান্ত এবং কীভাবে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে? এটিই সিরিজটির মূল আকর্ষণ। এতে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী এবং আরও অনেকে।

কাহিনী সংক্ষেপ:

ঝিনুক পেশায় ডাবিং শিল্পী। হিন্দি সিরিয়ালকে বাংলায় রূপ দিতে গিয়ে অনেক সময় সে গল্পের নাটকীয়তা নিজের জীবনের সঙ্গেও মিলিয়ে ফেলে। অথচ ঘরে তার স্বামী সারাদিন মদ খেয়ে পড়ে থাকে; কাজকর্মের ধার ধারে না। সংসারের সব দায়িত্বই তাই ঝিনুকের কাঁধে।

একদিন ঝিনুক পত্রিকায় রান্না শেখানোর একটি বিজ্ঞাপন দেখতে পায়। নতুন কিছু শিখতে আগ্রহী ঝিনুক সেখানে ভর্তি হয়। প্রথম দিনই তার পরিচয় হয় সাহানার সঙ্গে। সাহানা এক মার্জিত কিন্তু অন্তর্দ্বন্দ্বে ভরা নারী। সাহানার স্বামী ধনী ব্যবসায়ী হলেও তাকে কখনোই মূল্য দেন না। ব্যস্ততার অজুহাতে নিয়মিত অপমান করাই যেন তার অভ্যাস।

এদিকে একদিন প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় ঝিনুকের স্বামী পথ আটকায়। কথায় কথায় তাকে অপমান করে, এমনকি চড় পর্যন্ত মারে। ভীষণ মন খারাপ নিয়ে সে ক্লাসে পৌঁছায়। সব বুঝতে পেরে সাহানা তাকে সান্ত্বনা দেয়। কথা বলতে বলতে তারা দুজনই বুঝতে পারে—স্বামীদের আচরণে তাদের জীবন বিষিয়ে উঠেছে।

সেখান থেকেই শুরু হয় দুই নারীর প্রতিশোধ–যাত্রা। তারা ঠিক করে, এবার নিজেরা নিজেদের মতো করে বিচার করবে। কিন্তু কী সেই পরিকল্পনা? আর কিভাবে তারা নিজেদের স্বামীদের শাস্তির মুখোমুখি দাঁড় করায়?

সব জানতে এখনই নিচের লিংক থেকে সিরিজটি দেখে ফেলুন।

কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Karma Korma Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.42 GB
Running time: 02:49:45 Hours

প্রথম লিংক থেকে কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।

Scroll to Top