মুক্তি পেয়েছিল ১৩ জানুয়ারি, ২০১৮-তে, হইচই ওটিটি প্ল্যাটফর্মে। এটি একটি পুরোপুরি কমেডি ঘরানার বাংলা ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে আছেন সৌরভ দাস, অনিন্দিতা বোস এবং অয়ন ভট্টাচার্য।
কাহিনী সংক্ষেপ:
কলকাতার ব্যস্ত এলাকা গড়িয়াহাট। এখানেই জনি নামের এক দাদাগিরি টাইপের যুবক তার অন্ধ বন্ধুকে সঙ্গে নিয়ে চালায় এক মজার গ্যাং। তাদের ঘর যেন একেবারে মিনি অস্ত্রাগার—কোণায় কোণায় ছুরি-চাকু থেকে শুরু করে ফ্রিজের ভেতর পর্যন্ত সাজানো থাকে বন্দুক। এইসব দেখে তারা নিজেদেরই গড়িয়াহাটের আসল গ্যাংগলর্ডস বলে দাবি করে।
একদিন তারা সুপারি খেয়ে এক ছেলেকে অপহরণ করে। প্ল্যান ছিল তাকে খুন করার। কিন্তু সমস্যা বাঁধল বন্দুকে—চায়না মাল, তারওপর সস্তায় কেনা, গুলি বেরোয়ই না! ফলাফল, পুরো মিশন ফ্লপ। খবর পৌঁছে যায় এলাকার বড় গ্যাং লিডারের কানে, আর সে জানিয়ে দেয়—এদের দিয়ে আর কাজ করানো যাবে না।
নিজেদের ইমেজ ফেরানোর চেষ্টায় নতুন করে মাঠে নামে জনি। ঠিক তখনই তার পিসি নিজের ছেলেকে পাঠায় তার কাছে। ছেলেটার নাম পুচকো। বয়সে বড় হলেও মাথায় এখনো বাচ্চামি ভরপুর। তাই নামটা একেবারে মানানসই।
পুচকো এসে জনির ঘরে এক কলগার্ল দেখে তাকে জনির স্ত্রী ভেবে বসে। সোজা গিয়ে আশীর্বাদ চায় বৌদির কাছে! এরপর যা ঘটে, তা না দেখলে বিশ্বাসই হবে না।
পুরো কাহিনী বলে দিলে যে মজাটা কমে যাবে, তাই আর কিছু না বলে এখানেই থামি। হাসতে হাসতে চোখে জল আনার মতো এই কমেডি ওয়েব সিরিজটা এখনই দেখে নিন হইচই-তে।
গড়িয়াহাটের গ্যাংগলর্ডস সিজন ১ ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Gariahater Ganglords Season 1 Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 3.67 GB
Running time: 3:29:03 Hours
প্রথম লিংক থেকে গড়িয়াহাটের গ্যাংগলর্ডস সিজন ১ ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন গড়িয়াহাটের গ্যাংগলর্ডস সিজন ১ ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।