ক্রিমিনালস – এক সামাজিক বাস্তবতার গল্প, যেটি ৮ মার্চ দীপ্তপ্লেতে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই থ্রিলারধর্মী ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তানজিকা আমিন, রুকাইয়া জাহান চমক ও ইরফান সাজ্জাদ।
ছবিটি তুলে ধরে সেই প্রতারণামূলক সমাজব্যবস্থার রূপরেখা, যেখানে ধনী হওয়ার লোভে পড়ে মানুষ নিজের সর্বস্ব হারায়। নামমাত্র কোম্পানি খুলে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে কীভাবে কিছু মানুষ রাতারাতি ধনী হয়—এই অন্ধকার দিকটি সিনেমার মূল ফোকাস।
কাহিনির শুরু এক চায়ের দোকানে। সেখানে কয়েকজন প্রবীণ সরকার ও সমাজব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। ঠিক তখনই এক বিদেশফেরত স্মার্ট যুবক তাদের সামনে “ডবল লাভ” নামের স্কিমের কথা তোলে। শুরু হয় বিনিয়োগের প্রতারণা।
চুমকির বাবা তার পেনশনের টাকা বিনিয়োগ করেন, নীলা তার সন্তানের চিকিৎসার জন্য জমিয়ে রাখা অর্থ, আর এক মার্কেটিং অফিসার ধার করে লগ্নি করে ফেলে সেই কোম্পানিতে। কিন্তু হঠাৎ করেই টিভির খবর—কোম্পানি দেউলিয়া!
পুলিশের পক্ষে কিছু করা সম্ভব না, কারণ কোম্পানির মালিক আইনের ফাঁক গলে পালিয়ে গেছে। নীলার জীবনে নেমে আসে অন্ধকার। তাই সে সিদ্ধান্ত নেয়—যেভাবেই হোক, তার টাকা উদ্ধার করবে। সঙ্গে যুক্ত হয় চুমকি ও সেই অফিসার।
তারা সহায়তা চায় এক স্থানীয় মাস্তানের, কিন্তু পরে জানতে পারে সে আসলে নকল পিস্তল নিয়ে হুমকি দেয়—আসল বিপদ মোকাবিলার সাহস বা সক্ষমতা তার নেই।
‘ক্রিমিনালস’ শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা—ধনী হবার মোহে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য এক জোরালো আহ্বান।
ক্রিমিনালস মুভি ডাউনলোড লিংক
Criminals Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 824.7 MB
Running time: 01:41:51 Hours
প্রথম লিংক থেকে ক্রিমিনালস মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ক্রিমিনালস মুভি ডাউনলোড করার জন্য।