২৩ অক্টোবর, ২০২৫ বাংলা ওটিটিতে মুক্তি পেয়েছে ‘বিজনেসম্যান’ নামের নাটকটি। আধুনিক সমাজে ক্ষমতা, টাকার খেলা ও অপরাধের জটিল বাস্তবতা তুলে ধরেছে এই গল্প। পুরো নাটকজুড়ে দেখা যায় এক ব্যবসায়ীর অন্ধকার জগতের কর্মকাণ্ড। যেখানে প্রতিনিয়ত চলছে পুলিশ ও অপরাধীদের টানাপোড়েন। এতে অভিনয় করেছেন বর্তমান সময়ের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
কাহিনী সংক্ষেপ
নাটকের শুরুতেই উঠে আসে তিনটি গভীর প্রশ্ন— আমরা কে? কেন? এবং কিভাবে?
তাহসান নামের এক তরুণ কিছুদিন ধরে কাজ করছে মনজুর নামের এক ব্যক্তির সঙ্গে। তাদের কাজ দেখতে সাধারণ ড্রাইভারের মতো হলেও আসলে তারা চাঁদাবাজ মিরাজ ভাইয়ের হয়ে কাজ করে। মিরাজ ও তার দল তাদের এই বেআইনি কার্যক্রমকে ‘ব্যবসা’ বলে চালিয়ে নেয়— যেখানে বিনিয়োগ নেই, কিন্তু মুনাফা অপরিমেয়।
কিন্তু গল্পে মোড় আসে যখন জানা যায়, তাহসান আসলে র্যাবের আন্ডারকভার অফিসার। তার দায়িত্ব মিরাজ চক্রের ভিতর থেকে প্রমাণ সংগ্রহ করা। কিন্তু কাজটি সহজ নয়— বারবার ব্যর্থ হওয়ায় পুলিশ তাকে দ্রুত ফলাফল দিতে চাপ দেয়।
অন্যদিকে, মিরাজের নির্দেশে মনজুর ও তাহসান মিরপুরে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা আদায় করতে যায়। নির্দেশ ছিল— টাকা দিলে ছেড়ে দিতে, না দিলে খতম করে দিতে। কিন্তু টাকা পাওয়ার পরও মনজুর সেই ব্যবসায়ীকে হত্যা করে এবং মিরাজ ভাইকে ঠকিয়ে পুরো অর্থ আত্মসাৎ করে।
ঘটনা জটিল হয়ে ওঠে যখন তাহসান মনজুরের বিশ্বাসঘাতকতার খবর মিরাজকে জানিয়ে দেয়। ফলস্বরূপ, মিরাজের আদেশে তাহসানই মনজুরকে হত্যা করে। এর কিছুদিন পর র্যাবের এক উচ্চপদস্থ কর্মকর্তা মিরাজের হাতে ধরা পড়ে এবং তাহসানের গোপন পরিচয় ফাঁস হয়ে যায়।
এখন প্রশ্ন হলো— মিরাজের হাতে ধরা পড়ার পর কী হবে তাহসানের পরিণতি? তার এই দ্বিমুখী জীবনের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে?
সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ‘বিজনেসম্যান’ নাটকের শেষ পর্বে। নাটকটি দেখতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখতে পারেন।
নিশ্চয়ই এই নাটকটি দর্শকদের মনে এক ভিন্নরকম ছাপ ফেলবে।
বিজনেসম্যান নাটক ডাউনলোড লিংক
Businessman Natok Download Link
Video Quality : Web-DL
Video Size: 535.8 MB
Running time: 00:40:09 Hours
প্রথম লিংক থেকে বিজনেসম্যান নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন বিজনেসম্যান নাটক ডাউনলোড করার জন্য।