📅 ১০ জুলাই ২০২৫, বাংলা ওটিটিতে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৯ থেকে ১৬ পর্ব। এর আগে ঈদুল আযহা উপলক্ষে সিরিজটির প্রথম আটটি পর্ব মুক্তি পেয়েছিল। এই নতুন পর্বগুলোতেও দেখা যাচ্ছে আমাদের প্রিয় চরিত্র কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, শিমুলসহ আরও অনেককে।
🧩 সিরিজের কাহিনি:
ঘরোয়া পরিবেশে জমজমাট এক পার্টির আয়োজন করতে যাচ্ছে ব্যাচেলর বাসা। কিন্তু সমস্যার শুরু হয় তখনই, যখন পাশা ভাই ঘোষণা দেন—শিমুল পার্টিতে থাকতে পারবে না। কারণ গতবার শিমুল কিছুটা দুর্ব্যবহার করেছিল তার সাথে। হাবু ভাইয়ের সহায়তায় শিমুল ক্ষমা চায়। পাশা ভাই শেষমেশ রাজি হন, তবে কিছু অদ্ভুত এবং কঠিন শর্তে।
এদিকে, কাবিলার ঘরে এক অতিথি আসে, সেও পার্টিতে যোগ দিতে চায়। প্রথমে পাশা ভাই আপত্তি করলেও শেষমেশ ২৫০০ টাকার চুক্তিতে রাজি হয়ে যায়।
পার্টি জমে ওঠে, কিন্তু উৎসব শেষে শুরু হয় নতুন নাটক। এক ব্যক্তি একটি টাকার ব্যাগ রেখে যায় তাদের কাছে। বিপুল পরিমাণ এই টাকা দেখে সবাই পড়ে লোভের ফাঁদে। পাশা ভাই ও শিমুল ভাগ বসাতে চায়, অতিথিও কৌশলে নিজের অংশ চায়। কিন্তু কাবিলা ও হাবু ভাই ঠিক করে—এই টাকা প্রকৃত মালিকের কাছেই ফেরত যাবে।
👀 আসলে কী হয় শেষ পর্যন্ত?
দেখে ফেলুন পুরো গল্প—নিচের লিংকে ক্লিক করে। হাসি, উত্তেজনা আর চমকে ভরপুর এই পর্বগুলো মিস করবেন না!
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইপিসোড ৯- ১৬ ডাউনলোড লিংক
Bachelor Point Season 5 episode 9- 16 Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.69 GB
Running time: 02:55:53 Hours
প্রথম লিংক থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইপিসোড ৯- ১৬ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইপিসোড ৯- ১৬ ডাউনলোড করার জন্য।