২২ জুলাই, ২০২৫—ক্লিক ওটিটিতে মুক্তি পেয়েছে আবেগঘন পারিবারিক চলচ্চিত্র “আমাদের সম্পর্ক”। ছবিটি প্রথম মুক্তি পায় ভারতের প্রেক্ষাগৃহে ২০২৩ সালে এবং এবার ওটিটিতে আসার পর থেকেই দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এতে অভিনয় করেছেন লাবনী সরকার, সমদর্শী দত্ত এবং কমলেশ্বর মুখোপাধ্যায়।
মুভির কাহিনী:
সুলতা তার সন্তানদের নিয়ে বহুদিন ধরে একটি ভাড়া বাসায় থাকেন। কিন্তু বাসার নিচতলায় এক মাতাল লোক ওঠায় পরিবেশ হয়ে উঠে অশান্ত। এতে বিরক্ত হয়ে এবার নিজস্ব বাড়ি গড়ার স্বপ্ন দেখেন সুলতা। ছেলেকে রাজি করিয়ে ব্যাংক লোনের জন্য প্রস্তুত করেন। কিন্তু শেষ মুহূর্তে ব্যাংক ম্যানেজার লোন দিতে অস্বীকৃতি জানান।
তখন সুলতা নিজে ব্যাংকে গেলে চমকপ্রদ এক সত্য প্রকাশ পায়—এই ম্যানেজার আসলে তার প্রাক্তন স্বামী! তিনি ছেলের জন্য লোন পাশ করে দেন এবং নিজের পরিচয় গোপন রেখে ৫০ লক্ষ টাকা তুলে দেন। সেই অর্থেই তৈরি হয় এক দৃষ্টিনন্দন নতুন বাড়ি। বাড়ির উদ্বোধনীতে হঠাৎ হাজির হন সেই ম্যানেজার এবং জানান তিনিও এই বাড়িতেই থাকতে চান।
তাদের বড় মেয়ে সুনীতি জানান—এই মানুষটিই তাদের বাবা। কিন্তু ছোট মেয়ে সুদীপা হঠাৎ ফিরে আসা এই মানুষকে সহজে ‘বাবা’ হিসেবে মেনে নিতে পারে না। সে চায় প্রমাণ। কিন্তু একজন বাবা কীভাবে প্রমাণ করবে তার পিতৃত্ব, এত বছরের ব্যবধানের পর?
এই জটিল প্রশ্নের উত্তর জানতে এবং সম্পর্কের টানাপোড়েনের আবেগঘন মুহূর্তগুলো দেখতে নিচের লিংক থেকে দেখে ফেলুন “আমাদের সম্পর্ক” সিনেমাটি।
আমাদের সম্পর্ক মুভি ডাউনলোড লিংক
Amader Somporko Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 856.3 MB
Running time: 01:39:57 Hours
প্রথম লিংক থেকে আমাদের সম্পর্ক মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন আমাদের সম্পর্ক মুভি ডাউনলোড করার জন্য।