১১ এপ্রিল ২০২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলা চলচ্চিত্র কাজলরেখা। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সাদিয়া আয়মান ও মিথিলা। এছাড়াও রয়েছেন আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী।
কাজলরেখা মুভির কাহিনী:
সাধু একজন বিত্তবান ব্যক্তি। তার রয়েছে অসংখ্য দাস-দাসী, খামারভর্তি গরু, ঘোড়িশালে ঘোড়া ও হাতিশালে হাতি। সংসারে স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও সাধুর মনে এক ধরনের শূন্যতা কাজ করে। রাতে গানের আসর বসানো ও পাশা খেলায় মেতে থাকাই তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় ভয়াবহ বিপত্তি।
দূর প্রবাস থেকে এক ভবঘুরে এসে ওঠে সাধুর জলটুঙ্গি ঘরে। রাতে পাশা খেলার আসরে সেই ভবঘুরে কৌশলে সাধুর কাছ থেকে বিপুল ধনসম্পদ জিতে নেয়। পরদিন আবারও সে পাশা খেলতে ফিরে আসে। এদিকে সাধুর এক দাসী বারবার তাকে পাশা খেলায় না জড়ানোর জন্য অনুরোধ করলেও সাধু তার কথায় কান দেন না।
রাতে পাশা খেলার আসর জমলে সাধু নিজের সব সম্পদ বাজি রেখে খেলায় নামেন। একপর্যায়ে তিনি সব হারিয়ে বিত্তবান থেকে পরিণত হন নিঃস্ব পথের ফকিরে। এখন তিনি একটি কুঁড়ে ঘরে বসবাস করেন। এরই মধ্যে তার কন্যা কাজলরেখা বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। কিন্তু জুয়াড়ি সাধুর মেয়ের জন্য ভালো পাত্র আসেনা। এতে দুশ্চিন্তায় দিন কাটতে থাকে সাধুর।
একদিন নদীর পাড়ে বসে কান্নাকাটি করছিলেন সাধু। ঠিক তখনই এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। তিনি সাধুকে একটি সুখপাখি উপহার দেন এবং পাখিটির উপদেশ মেনে চলতে বলেন। সন্ন্যাসীর কথামতো পাখির নির্দেশ অনুসরণ করলে সাধু তার পৈতৃক সব সম্পদ আবার ফিরে পাবেন। এই আশ্বাস দিয়েই গল্প নতুন মোড় নেয়।
কাজলরেখা মুভি ডাউনলোড লিংক
Kajolrekha Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.23 GB
Running time: 02:30:38 Hours
প্রথম লিংক থেকে কাজলরেখা মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন কাজলরেখা মুভি ডাউনলোড করার জন্য।




