১৯৯০ সালে সর্বপ্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলা চলচ্চিত্র ‘মায়ের দোয়া’। এই সিনেমাটিতে আলমগীর, সাবানা, আনোয়ারসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। এটি একটি আবেগঘন পারিবারিক চলচ্চিত্র, যা মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
মুভির গল্প:
মধু অল্প বয়সেই তার বাবাকে হারায়। এরপর নানা কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে মায়ের কাছে বড় হয় মধু। কিন্তু একসময় অসুস্থতার কারণে মধুর মাও মৃত্যুবরণ করেন। এদিকে মধুর একমাত্র সম্বল ভিটেবাড়িটি ২০ হাজার টাকায় বন্ধক রাখা ছিল। বাড়িটি ছাড়ানোর জন্য মধু শহরে গিয়ে অর্থ উপার্জনের সিদ্ধান্ত নেয়।
মধুর বাবার এক পুরোনো বন্ধু শহরে বসবাস করতেন। সেই বন্ধুর ঠিকানায় রওনা হয়ে বহু খোঁজাখুঁজির পর মধু সেখানে পৌঁছায়। ছোটখাটো একটি চাকরির আশায় গেলেও এক নারীর ষড়যন্ত্রে মধুকে বাসার কাজের ছেলে হিসেবে থাকতে বাধ্য করা হয়।
অন্যদিকে, মমতা নামের এক দুঃখী মেয়ের জীবনও কষ্টে ভরা। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে সে মামার বাড়িতে বড় হয় এবং মামির নির্যাতন সহ্য করেই বেঁচে থাকে। মধুর কষ্টের জীবন দেখে মমতার মনে তার প্রতি সহানুভূতি জন্ম নেয়। একসময় সেই সহানুভূতি ভালোবাসায় রূপ নেয়।
একদিন মধু মাত্র পাঁচ টাকা দিয়ে একটি লটারি কিনে। ভাগ্যক্রমে সেই লটারিতে সে পাঁচ লাখ টাকা জিতে যায়। এই অপ্রত্যাশিত ঘটনায় মধু ও মমতার জীবনে আসে বড় পরিবর্তন। মমতা মামার বাড়ি ছেড়ে মধুর সঙ্গে নতুন সংসার শুরু করে। পরবর্তীতে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে মধু শহরের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়।
মায়ের দোয়া মুভি ডাউনলোড লিংক
Mayer Doa Movie Download Link
Video Quality : Web-Rip
Video Size: 1.13 GB
Running time: 02:26:07 Hours
প্রথম লিংক থেকে মায়ের দোয়া মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন মায়ের দোয়া মুভি ডাউনলোড করার জন্য।




