ভারতীয় বাংলা কনটেন্টনির্ভর ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেয়েছে ‘কীর্তনের পর কীর্তন’ চলচ্চিত্রটি। গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, ২৩ জানুয়ারি এটি ওটিটিতে আসে। এটি একটি হাস্যরসাত্মক সিনেমা, যা ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।
মুভির গল্প:
অবিনাস চ্যাটার্জি নিজের পুরোনো বাড়ি বিক্রি করে একটি ফ্ল্যাট কিনেছিলেন। কিছু সমস্যার কারণে তিনি বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠেছিলেন। তবে বর্তমানে আবার আগের বাড়িতে ফিরে যেতে চাইছেন। এর পেছনে রয়েছে একাধিক কারণ। তার মধ্যে অন্যতম হলো—বর্তমান ফ্ল্যাটে প্রতিবেশীদের সঙ্গে নানা বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়া।
কিছুদিন আগে একটি ঝগড়ার সময় তিনি ফুলের টব দিয়ে অ্যাপার্টমেন্টের সেক্রেটারির মাথা ফাটিয়ে দেন। এই ঘটনার পর বাকি ফ্ল্যাট মালিকরা সিদ্ধান্ত নেন, অবিনাস চ্যাটার্জিকে আর সেখানে থাকতে দেওয়া হবে না।
এদিকে, তার পুরোনো বাড়িতে বর্তমানে বসবাস করছেন একজন বয়স্ক বিধবা নারী। তাঁর সঙ্গে আলাপচারিতার মাধ্যমে অবিনাস চ্যাটার্জির একটি ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত প্রতিবেশীরা সহজভাবে মেনে নিতে পারেন না। কিন্তু এসব নিয়ে অবিনাস চ্যাটার্জি কারও কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তেই অটল থাকেন।
তবে সমস্যা দেখা দেয় নতুনভাবে। বাড়িটির বর্তমান মালিক সেটি বিক্রি করতে রাজি নন। তবুও অবিনাসের বৌমা বাড়িটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত বাড়িটি কেনার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়, পুরো টাকা পরিশোধের শর্তে।
অন্যদিকে, বৈজন্তী কৌশলে বাড়িটি নিজের নামে লিখে নেন এবং পরে সেটি বল্টুর বাবার নামে হস্তান্তর করেন।
নানান ঘটনার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ধীরে ধীরে একটি ভালো বোঝাপড়া তৈরি হয় এবং পরিবারে শান্তি ফিরে আসে। তবে এত কিছুর পরও শ্বশুর ও বৌমার মধ্যকার সেই পুরোনো ঝগড়ার রেশ কোনোভাবেই কাটে না।
কীর্তনের পর কীর্তন মুভি ডাউনলোড লিংক
Kirtaner Por Kirtan Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.04 GB
Running time: 02:12:58 Hours
প্রথম লিংক থেকে কীর্তনের পর কীর্তন মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন কীর্তনের পর কীর্তন মুভি ডাউনলোড করার জন্য।




