নিকষ ছায়া সিজন ২ ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Nikosh Chhaya Season 2 Web Series Download Link

নিকষ ছায়া সিজন ২ ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Nikosh Chhaya Season 2 Web Series Download Link

২৩ জানুয়ারি ২০২৬ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভৌতিক ওয়েব সিরিজ নিকষ ছায়া ২। এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ভৌতিক ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পী।

কাহিনী সংক্ষেপ:

লোকনাথ নামের এক যুবক শ্মশানে বসে তান্ত্রিক সাধনা করত। বিষয়টি গ্রামের মানুষ ভালো চোখে নেয়নি। গ্রামবাসীর চাপে পড়ে তার বাবা-মা লোকনাথকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে আশ্রয় নেয় তার দাদার বাড়িতে। কিন্তু বৌদির ষড়যন্ত্রের কারণে সেখানেও বেশিদিন থাকতে পারে না সে। একপর্যায়ে গ্রামবাসীরা লোকনাথকে হত্যা করে নদীতে ফেলে দেয়।

নদীর পানিতে ভাসতে ভাসতে লোকনাথ পৌঁছে যায় অন্য একটি গ্রামে। সেখানে এক কবিরাজের মেয়ে চিকিৎসা করে লোকনাথকে সুস্থ করে তোলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লোকনাথকে আশ্রয় দেওয়ার অভিযোগে মেয়েটিকেও হত্যা করে কিছু লোক।

এই ঘটনার পর লোকনাথ এক গুরুর শরণাপন্ন হয় আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য। পরবর্তীতে সে বিয়ে করে সংসারী হয়। তবে সীমাহীন ক্ষমতা অর্জনের নেশায় সে নিজের সন্তানদের বলি দেয়। এই জঘন্য অপরাধের দায়ে লোকনাথের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

প্রায় ১২ বছর কারাভোগের পর লোকনাথ জেল থেকে পালিয়ে যায়। দীর্ঘদিন কারাগারে থাকার সময় ধ্যানের মাধ্যমে সে এক বিশেষ ক্ষমতা অর্জন করে। মৃত মানুষকে চলাফেরা করানো এবং নিজের ইচ্ছামতো কাজ করানোর ভয়ংকর শক্তি লাভ করে সে।

জেল থেকে বেরিয়ে লোকনাথ মিতুল নামের এক তরুণীকে অপহরণ করে। তাকে বলি দিয়ে অসীম ক্ষমতা অর্জনের পরিকল্পনা করে সে। তবে এই কাজে বাধা হয়ে দাঁড়ায় তার সেই গুরু, যার কাছ থেকে সে একসময় আধ্যাত্মিক শক্তির শিক্ষা নিয়েছিল।

নিকষ ছায়া সিজন ২ ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Nikosh Chhaya Season 2 Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.45 GB
Running time: 02:18:47 Hours

প্রথম লিংক থেকে নিকষ ছায়া সিজন ২ ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন নিকষ ছায়া সিজন ২ ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।

Scroll to Top