বানান সংশোধন ও ভাষা পরিমার্জন করে গুছিয়ে লেখা হলো—
ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ৩ মুক্তি পেয়েছে গত ২৪ ডিসেম্বর, ২০২৫। এই সিজনের নাম ‘রয়েল বেঙ্গল রহস্য’। একটি ঘন বনকে কেন্দ্র করে সিরিজটির গল্প আবর্তিত হয়েছে।
ওয়েব সিরিজের কাহিনি:
মহীতোষ সিংহ রায় একজন প্রাচীন জমিদার পরিবারের উত্তরসূরি। যদিও বর্তমানে তাদের জমিদারি আর নেই, তবুও জমিদারি মানসিকতা ও পারিবারিক ঐতিহ্য এখনো তার মধ্যে বিদ্যমান। বর্তমান সময়ের জনপ্রিয় লেখক লালমোহন গাঙ্গুলীর সঙ্গে তার নিয়মিত চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রয়েছে। এই সূত্র ধরেই লালমোহন বাবু এবং তার বন্ধু, প্রখ্যাত গোয়েন্দা শ্রী প্রদোষ মিত্রকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।
আমন্ত্রণ পেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মহীতোষ বাবুর বাসভবন সিগমা রায় প্যালেসে পৌঁছান। বনের এক রহস্যময় ঘটনা—রয়েল বেঙ্গল রহস্য—উন্মোচনের জন্যই মূলত তাদের ডাকা হয়েছে।
এই বনে আদিবাসী নারী-পুরুষেরা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। অল্প কিছুদিন আগে হঠাৎ করে একটি ছেলেকে বাঘ আক্রমণ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীত গ্রামবাসীরা সবাই মিলে বাঘ শিকারের চেষ্টা চালায়। তবে কোথাও বাঘের কোনো সন্ধান মেলে না। ফলে রহস্য আরও ঘনীভূত হয়। এই জটিল রহস্যের সমাধানে ডিটেক্টিভ প্রদোষ মিত্রের সাহায্য প্রয়োজন হয়ে পড়ে মহীতোষ বাবুর।
মহীতোষ বাবুর ঠাকুরদাদা ছিলেন একজন প্রভাবশালী জমিদার। বনে পাখি শিকার করা ছিল তার অন্যতম প্রিয় শখ। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে বিদেশি কুকুর সংগ্রহ করতেন। একসময় গ্রামের মানুষকে বাঘের হাত থেকে রক্ষা করতে তিনি নিজেই বাঘ শিকার শুরু করেছিলেন—যার সঙ্গে জড়িয়ে আছে এই রহস্যের গভীর ইতিহাস।
ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ৩: রয়েল বেঙ্গল রহস্য ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Feludar Goyendagiri Season 3 : Royal Bengal Rawhoshyo Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.31 GB
Running time: 02:46:26 Hours
প্রথম লিংক থেকে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ৩: রয়েল বেঙ্গল রহস্য ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ৩: রয়েল বেঙ্গল রহস্য ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।




