৩১ মার্চ, ২০২৫ ঈদুল আযহাকে ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অন্তরাত্মা সিনেমাটি। প্রেমের আবেগঘন গল্পকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী দর্শনা বণিককে।
কাহিনী সংক্ষেপ
গল্পের শুরুতেই উঠে আসে প্রথম—শহরের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাবান একজন ব্যবসায়ী। ব্যবসা-বাণিজ্যের প্রায় সবটাই তার নিয়ন্ত্রণাধীন। তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জাকের, যাকে শৈশব থেকেই প্রথম নিজের ভাইয়ের মতো আগলে রেখেছে।
একটি জমজমাট বিয়ের অনুষ্ঠানে প্রথমের জীবনে আসে নতুন মোড়। সেখানে পরিচয় হয় মনোমুগ্ধকর এক তরুণী রূপকথার সঙ্গে। নামের মতোই রূপকথা যেন নরম-স্বভাবের, সংবেদনশীল, সৌন্দর্যে মুগ্ধ করা এক চরিত্র। প্রথম পরিচয়েই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে প্রথম, এবং সময়ের ব্যবধানে তাদের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত।
কিন্তু প্রথমের এই সুখের সংসার মোটেও ভালো চোখে দেখে না জাকের। বিয়ের পর থেকেই নানা অজুহাতে প্রথমকে মানসিকভাবে অস্থির করে তোলে সে। রূপকথা সম্পর্কেও নানা মিথ্যা কথা বলে প্রথমের মনে সন্দেহ ও দুঃশ্চিন্তা ঢুকিয়ে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে প্রথম মানসিক ভারসাম্য হারাতে বসে এবং শেষমেশ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
অবস্থার অবনতি দেখে প্রথম তার সব সম্পত্তি লিখে দেয় প্রিয় বন্ধু জাকেরের নামে—যাকে সে বিশ্বাস করত নিজের প্রাণের চেয়েও বেশি। কিন্তু এর সুযোগ নেয় জাকের। সব সম্পদের মালিক হয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং এরপরই রূপকথাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটে। কারণ তার ধারণা—প্রথম বেশি দিন টিকবে না, আর স্ত্রী না থাকলে সম্পদের ভাগ-বাটোয়ারার ভয়ও থাকবে না।
কিন্তু শেষ পর্যন্ত কি হয়? জাকের কি তার নীলনকশায় সফল হতে পারে? রূপকথা কি বিপদ থেকে বাঁচতে পারে? সব জানতে হলে সম্পূর্ণ সিনেমাটি দেখে ফেলুন নিচের লিংক থেকে। আশা করি চলচ্চিত্রটি আপনাদের ভালো লাগবে।
অন্তরাত্মা মুভি ডাউনলোড লিংক
Antaratma Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.6 GB
Running time: 02:06:20 Hours
প্রথম লিংক থেকে অন্তরাত্মা মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন অন্তরাত্মা মুভি ডাউনলোড করার জন্য।




