২০ নভেম্বর, ২০২৫ ওটিটিতে মুক্তি পেয়েছে হাস্যরসভরা বাংলা নাটক “এক্স যখন দাদি”। গল্পটি পুরোপুরি কমেডির মোড়কে নির্মাণ করা হয়েছে, যেখানে অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন এবং মাসুম বাশার।
নাটকের কাহিনী:
নাটকের শুরুতেই দেখা যায়—একজন বয়সী মানুষ হঠাৎ নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বেজায় উত্তেজিত। তিনি নাতিকে জরুরি ভিত্তিতে বাড়িতে ডাকেন। নাতির সদ্য চাকরি এবং নতুন পোস্টিং হওয়ায় ব্যস্ততা থাকলেও, দাদুর ডাকে সব কাজ ফেলে ছুটে আসে।
কিন্তু বাড়িতে পৌঁছে নাতির মাথায় যেন বজ্রপাত! দাদু নাকি সত্যিই বিয়ে করেছেন। আর সেই বউকে তাকে দেখানোর জন্যই এমন তাড়াহুড়ো। কিন্তু সবচেয়ে বড় চমক হলো—দাদুর নতুন স্ত্রী আর কেউ নন, নাতির এক্স গার্লফ্রেন্ড!
এমন অদ্ভুত ঘটনায় নাতি স্বাভাবিক থাকতে তো পারেই না। পাড়ার ছেলেপেলেও পুরো ঘটনার মজা নিতে শুরু করে। তবে দাদু দারুণ খুশি; নতুন বউয়ের সান্নিধ্যে তার মুখে দিনভর হাসি লেগেই থাকে।
রাতে সবাই মিলে একসাথে খেতে বসলে আবার ঘটে নতুন বিপত্তি। নাতি মাছের লেজ খেতে পছন্দ না করলেও দাদি তাকে লেজ তুলে দেন আর দাদুর প্লেটে যায় মাছের মাথা। এতে নাতি বিরক্ত হয়ে টেবিল ছেড়ে উঠে চলে যায়।
এমন ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে ঘরে তৈরি হয় অদ্ভুত সব পরিস্থিতি।
কিন্তু প্রশ্ন হচ্ছে—এভাবে চলতে থাকলে এই পরিবারের পরিণতি কী দাঁড়াবে? দাদু-দাদির নতুন জীবন কি স্বাভাবিক হবে? নাতি কি মেনে নিতে পারবে এ সম্পর্ক?
সব কিছুর উত্তর জানতে এখনই দেখে নিতে পারেন নিচে দেওয়া লিংক থেকে নাটকটি।
এক্স যখন দাদি নাটক ডাউনলোড লিংক
Ex Jokhon Dadi Natok Download Link
Video Quality : Web-DL
Video Size: 582.9 MB
Running time: 00:41:55 Hours
প্রথম লিংক থেকে এক্স যখন দাদি নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন এক্স যখন দাদি নাটক ডাউনলোড করার জন্য।




