৩০ অক্টোবর, ২০২৫ ওটিটিতে মুক্তি পেয়েছে ‘শর্টকাট’ নাটক। এতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী শিমুল শর্মা, লামিমা লাম, আবদুল্লাহ রানা এবং আরও অনেকে। নাটকের গল্পে আছে গুপ্তধনের রহস্য এবং মামুন-লায়লার প্রেমের হাসি-ঠাট্টা।
কাহিনী সংক্ষেপ
মোর্শেদুল ভুইয়া নামের এক বয়স্ক মানুষ হঠাৎ নিখোঁজ। গ্রামের রাস্তায় এমন একটি ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি বহু বছর ধরে গ্রাম ও জঙ্গলে ঘুরে গুপ্তধন খুঁজছিলেন। কিন্তু হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন।
মোর্শেদুল ভুইয়ার নাতি মামুন এখন বড় হয়েছে। ঘটনাক্রমে সে প্রেমে পড়েছে মেম্বারের মেয়ে লায়লার। কিন্তু গরিব হওয়ায় লায়লার পরিবার মামুনকে পছন্দ করে না। তাই মামুন শর্টকাটে বড়লোক হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে!
একদিন ইউটিউবে গুপ্তধন বিষয়ক ভিডিও দেখে অনুপ্রাণিত হয় মামুন। হঠাৎ দাদার রেখে যাওয়া এক পুরনো বাক্সে খুঁজে পায় একটি গুপ্তধনের ঠিকানা।
মামুন তার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার অভিযানে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার দাদাও একসময় একই পথে গিয়েই নিখোঁজ হয়েছিলেন!
এখন প্রশ্ন— মামুনও কি হারিয়ে যাবে সেই রহস্যের অন্ধকারে?
না কি সত্যিই পেয়ে যাবে অমূল্য কোনো গুপ্তধন?
জানতে হলে দেখতে হবে ‘শর্টকাট’ নাটক— হাস্যরস, রোমাঞ্চ আর রহস্যের এক দারুণ মিশ্রণ।
শর্টকাট নাটক ডাউনলোড লিংক
Shortcut Natok Download Link
Video Quality : Web-DL
Video Size: 710.7 MB
Running time: 00:53:18 Hours
প্রথম লিংক থেকে শর্টকাট নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন শর্টকাট নাটক ডাউনলোড করার জন্য।




