১৯ সেপ্টেম্বর, ২০২৫ ওটিটিতে মুক্তি পায় স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ফেরেশতে’। হৃদয়স্পর্শী এই গল্পে অভিনয় করেছেন সুমন ফারুক, জয়া আহসান এবং রেকিতা নন্দিনী শিমু। একজন রিকশাচালক স্বামী ও তার গার্মেন্টসকর্মী স্ত্রীর ছোট্ট স্বপ্নকে ঘিরেই এগিয়ে যায় সিনেমার কাহিনি।
🎬 চলচ্চিত্রের কাহিনী সংক্ষেপ
ফেরেশতে – একজন পরিশ্রমী গার্মেন্টস শ্রমিক। তার স্বামী ফারুক রিকশা চালিয়ে সংসার চালান। স্বপ্ন তাদের একটাই – একদিন নিজেদের একটি সিএনজি থাকবে। আরেকদিকে প্রতিবেশী গীতা, যে জন্ম থেকে কানে শুনতে পায় না, তাকে ফেরেশতে ও ফারুক নিজেদের মেয়ের মতো ভালোবাসে। গীতার চিকিৎসা করিয়ে তার শ্রবণশক্তি ফিরিয়ে আনার ইচ্ছেও তাদের মনে গেঁথে আছে।
কিন্তু জীবনের বাস্তবতা তাদের জন্য সহজ নয়। ফেরেশতের কারখানার মালিক তিন মাসের বেতন আটকে রেখেছে, উপরন্তু তার প্রতি অশোভন আচরণ করে। অপমান সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেরেশতে। বকেয়া বেতনের টাকা চাইতে গেলে মালিক ফারুককে আটকিয়ে রাখে।
স্ত্রীর দৃঢ় মনোবলেই গল্প নেয় অন্য মোড়—ফেরেশতে কৌশলে স্বামীকে মুক্ত করে এবং কষ্টার্জিত টাকাটি আদায় করতে সক্ষম হয়। এরপর তারা অবশেষে স্বপ্নের সিএনজি কেনে, জীবনে আসে একটু স্বস্তির পরশ।
কিন্তু সুখ বেশিদিন টেকে না। গীতার কানের অপারেশনের জন্য প্রয়োজন হয় সাত লাখ টাকা। ভালোবাসা ও মানবতার টানে ফেরেশতে নির্দ্বিধায় বিক্রি করে দেয় তাদের সিএনজি—নিজেদের সুখ বিসর্জন দিয়ে অন্যের জীবনে আলো ফেরাতে চায় তারা।
শেষে কী ঘটে? গীতার অপারেশন সফল হয় কি না? সেই উত্তর জানতে হলে পুরো চলচ্চিত্রটি দেখতে হবে।
👉 এখনই নিচের লিংক থেকে দেখে ফেলুন ‘ফেরেশতে’ – এক সাধারণ দম্পতির অসাধারণ ভালোবাসার গল্প।
ফেরেশতে মুভি ডাউনলোড লিংক
Fereshteh Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.1 GB
Running time: 01:21:25 Hours
প্রথম লিংক থেকে ফেরেশতে মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ফেরেশতে মুভি ডাউনলোড করার জন্য।




