১৯ অক্টোবর, ২০২৫ বাংলা চলচ্চিত্র “নকশী কাঁথার জমিন” মুক্তি পেয়েছে আইস্কিন ওটিটিতে। মুক্তিযুদ্ধের সময়কার সামাজিক বাস্তবতা ও নারী জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। সরকারি অনুদানে তৈরি এই চলচ্চিত্রটি এর আগে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিল। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিয়া শামস সেঁওতি।
কাহিনী সংক্ষেপ:
গল্পের শুরু ১৯৫০ সালের এক গ্রামীণ পটভূমিতে। রাহেলা—এক পরিণত যুবতী মেয়ে, ঘর-সংসারের সব কাজে মাকে সাহায্য করে। তার ছোট বোন সালেহা এখনো দুষ্টু কিশোরী, সারা দিন মাঠে দৌড়ায়, নদী থেকে লাল শাপলা তুলে আনন্দ খোঁজে জীবনে।
সময়ের পরিক্রমায় সালেহাও যুবতী হয়। বাবা-মা দুই বোনের বিয়ে ঠিক করেন এক বাড়ির দুই ভাইয়ের সঙ্গে। কিন্তু ভাগ্যের পরিহাসে মৌলভী সাহেব ভুল করে বড় ভাইয়ের সঙ্গে ছোট বোন আর ছোট ভাইয়ের সঙ্গে বড় বোনের বিয়ে পড়িয়ে দেন। এতে গ্রামে ছোটখাটো ঝড় ওঠে, তবুও সবাই শেষমেশ নিয়তি মেনে নেয়।
বিয়ের পর রাহেলার এক ছেলে ও এক মেয়ে হয়, আর সালেহার এক পুত্রসন্তান। বছর গড়াতে গড়াতে সন্তানরা বড় হতে থাকে। তবে সালেহার ছেলে স্বভাবের দিক থেকে বেশ খিটখিটে—শেয়াল মেরে এনে সেটা খাওয়ার জেদ ধরে, নানা উদ্ভট আচরণে মায়ের মনে ক্ষোভ জমতে থাকে।
সময় এগিয়ে যায়—১৯৭১ সাল। পাকিস্তানের নির্বাচন, দেশের রাজনৈতিক অস্থিরতা, আর সাধারণ মানুষের মধ্যে জেগে ওঠা স্বাধীনতার আকাঙ্ক্ষা পুরো পরিবেশকে বদলে দেয়। যুদ্ধ শুরু হলে দুই বোনের জীবনেও নেমে আসে ভয়, অনিশ্চয়তা আর লড়াইয়ের নতুন অধ্যায়।
রাহেলা ও সালেহার সেই সংগ্রামী পথচলা, ভালোবাসা ও বেদনার কাহিনী নিয়েই নির্মিত “নকশী কাঁথার জমিন”, যেখানে নারীর সহনশীলতা আর দেশের প্রতি মমত্ব একসূত্রে বাঁধা পড়ে যায়।
নকশী কাঁথার জমিন মুভি ডাউনলোড লিংক
Nokshi Kathar Jomin Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 852.2 MB
Running time: 01:37:44 Hours
প্রথম লিংক থেকে নকশী কাঁথার জমিন মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন নকশী কাঁথার জমিন মুভি ডাউনলোড করার জন্য।