২০২৪ সালের ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেঘনা কন্যা নামের বাংলা চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সাইকা আহমেদ, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।
গল্পের পটভূমি:
গল্পের শুরু হয় হাসি নামের এক তরুণীর কান্না দিয়ে। বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে এক দালাল তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। অথচ গ্রামে সবাই বিশ্বাস করে হাসি বিদেশে কাজ করছে এবং টাকা পাঠাচ্ছে। হাসির বাবা একজন গরিব বাউল শিল্পী। কিন্তু গ্রামের চেয়ারম্যান গান গাওয়া নিষিদ্ধ করায় তিনি বাধ্য হয়ে মেয়েকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেন।
এদিকে প্রজ্ঞা নামের এক মেয়ে বাবা-মায়ের সাথে গ্রামে আসে। তার ইচ্ছা ছিল শান্ত পরিবেশে কিছুদিন নাচের প্র্যাকটিস করা। কিন্তু চেয়ারম্যানের বাধার কারণে সেটি সম্ভব হয় না। একই সময়ে সেই দালাল হাসির ছোট বোন খুশিকেও বিদেশ পাঠানোর প্রলোভন দেখায়। বিষয়টি প্রজ্ঞার সন্দেহ জাগায়, কারণ কোনো ভিসা বা পাসপোর্ট ছাড়াই বিদেশ পাঠানোর কথা বলা হচ্ছিল।
কিছুদিন পর পতিতালয়ের এক নারীর সহায়তায় হাসি গ্রামে ফিরে আসে এবং সব সত্য ঘটনা জানায়। কিন্তু চেয়ারম্যানের ভয় দেখানোর কারণে কেউ এগিয়ে আসতে পারে না। রাতের আঁধারে দালাল আবারও লোকজন নিয়ে এসে হাসি ও খুশিকে জোর করে তুলে নিয়ে যায়। তখন গ্রামের কয়েকজন মানুষ তাদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালায়।
মেঘনা কন্যা মুভি ডাউনলোড লিংক
Meghna Konnya Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.08 GB
Running time: 02:00:04 Hours
প্রথম লিংক থেকে মেঘনা কন্যা মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন মেঘনা কন্যা মুভি ডাউনলোড করার জন্য।