১৫ আগস্ট, ২০২৫ আড্ডাটাইম ওটিটিতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ তোমাকে বুঝিনা প্রিয়। ভালোবাসা, রাগ, সংগ্রাম, হাসি আর কষ্ট—সবকিছুর মিশেলে তৈরি এই সিরিজটি দর্শকদের কখনো হাসাবে আবার কখনো আবেগে ভাসাবে। এতে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
কাহিনী সংক্ষেপ
গল্পের কেন্দ্রে রয়েছে এক যুবক, যে অন্যায় দেখলেই প্রতিবাদ করে বসে। তার এ স্বভাবের কারণে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারিতে জড়িয়ে পড়ে। এমন সময় এক সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে। কিন্তু দুর্ভাগ্যবশত, মেয়েটি তাকে সবসময় মারামারি করতে দেখে ভুলভাবে তাকে বখাটে ও মাস্তান ভেবে নেয়।
যুবক যখন মেয়েটিকে নিজের মনের কথা জানায়, তখন মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করে দূরে সরে যায়। এরপর নিজেকে বদলে ভালো প্রমাণ করার চেষ্টা শুরু করে সে। ধীরে ধীরে মেয়েটির পারিবারিক সমস্যার সময় পাশে দাঁড়ায়, আর সেখান থেকেই জন্ম নেয় তাদের মধ্যে এক নতুন সম্পর্ক ও ভালোবাসার বন্ধন।
কিন্তু তাদের প্রেম টেকসই হয় না। এলাকার সন্ত্রাসীরা চতুর ফাঁদে ফেলে তাদের আলাদা করে দেয়। নানা অপরাধের দায় চাপিয়ে পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করে এবং লোকদেখানো বিচার শুরু হয়। এদিকে মেয়েটি ভাবে, ছেলেটি তাকে প্রতারণা করেছে।
তাহলে আসল সত্যি কী? ভুল বোঝাবুঝি কি মিটবে? নাকি প্রেমের গল্প হারিয়ে যাবে অন্ধকারে?—এর উত্তর জানতে শেষ পর্ব পর্যন্ত দেখতে হবে তোমাকে বুঝিনা প্রিয়।
তোমাকে বুঝিনা প্রিয় ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Tomake Bujhina Priyo Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.14 GB
Running time: 02:26:48 Hours
প্রথম লিংক থেকে তোমাকে বুঝিনা প্রিয় ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন তোমাকে বুঝিনা প্রিয় ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।