ধূমকেতু (২০২৫) – প্রেম, রহস্য আর প্রতিশোধের গল্প
১৪ আগস্ট, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা ধূমকেতু। ছবিটিতে মূল ভূমিকায় দেব ও শুভশ্রী, আর তাঁদের সঙ্গে রয়েছেন চিরঞ্জিত এবং পরমব্রত চট্টোপাধ্যায়।
এটি এক প্রণয়ধর্মী গুপ্তচর থ্রিলার, যেখানে প্রেমের আবেগের পাশাপাশি রহস্য, প্রতিশোধ আর টানটান উত্তেজনা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁধে রাখবে।
কাহিনী সংক্ষেপ
গল্পের কেন্দ্রীয় চরিত্র ভানু সিংহ। একসময় সাধারণ পরিবারের ছেলে ভানু, আজ তিনি একজন ওয়ান্টেড সন্ত্রাসী। হঠাৎ একদিন তিনি তাঁর শৈশবের বন্ধু যোগেশের জীবনে ফিরে আসেন, আর তখনই উন্মোচিত হতে থাকে ভানুর অজানা অতীত।
দার্জিলিংয়ের ছোট্ট গ্রামের স্কুলশিক্ষকের সন্তান ভানু, যার জীবনে নেমে আসে অন্ধকার। দুর্নীতিবাজ নেতা আর লোভী ব্যবসায়ীদের ষড়যন্ত্রে তার ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। কারণ—তাদের বাবা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রিয়জনকে হারানোর পর ভানু প্রাণ বাঁচাতে পালিয়ে যায় অরুণাচলে এবং যোগ দেয় এক চরমপন্থী সংগঠনে।
এরপর তিনি গ্রামে ফিরে আসেন নতুন পরিচয়ে—‘ইন্দ্রনাথ খাসনবিস’, এক বৃদ্ধের ছদ্মবেশে। ভানুর একমাত্র উদ্দেশ্য, নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া। কিন্তু তিনি কীভাবে প্রতিশোধ নেবেন? সফল হবেন নাকি আবারও অন্ধকারে হারিয়ে যাবেন?
সেই উত্তর পাওয়া যাবে সিনেমা হলে। ধূমকেতু নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে এক অন্যরকম অভিজ্ঞতা।
ধূমকেতু মুভি ডাউনলোড লিংক
Dhumketu Movie Download Link
Video Quality : HDCAM
Video Size: 1.32 GB
Running time: 02:32:54 Hours
প্রথম লিংক থেকে ধূমকেতু মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ধূমকেতু মুভি ডাউনলোড করার জন্য।