কাছের মানুষ (২০২২) — সম্পর্ক, সংকট আর চরম সিদ্ধান্তের গল্প। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহার দুর্দান্ত অভিনয়ে প্রাণ পেয়েছে এই মানসিক টানাপোড়েনের নাটক।
মুভির কাহিনী:
দুজন অপরিচিত মানুষ — কুন্তল ও সুদর্শন। জীবনের চরম হতাশায় একে অপরের সঙ্গে দেখা হয় রেললাইনের ধারে। কুন্তল আত্মহত্যার সিদ্ধান্তে অনড়, কারণ একটি ভুয়া স্কিমে টাকা হারিয়ে তার ভাই আত্মঘাতী হয়েছে এবং মা প্যারালাইসিসে শয্যাশায়ী। এ জীবন তার কাছে বোঝা ছাড়া আর কিছুই নয়।
অন্যদিকে সুদর্শনের জীবনের সমীকরণও সহজ নয়। ছোট বোনের হৃদপিণ্ডে ফুটো—অপারেশন না করলে মৃত্যু অনিবার্য। প্রয়োজন পাঁচ লক্ষ টাকা, যেটা তার সাধ্যের বাইরে। ঠিক তখনই কুন্তলের দুঃখগাথা শুনে তার মাথায় জন্ম নেয় এক ভয়ংকর পরিকল্পনা।
সুদর্শন কুন্তলের নামে একটি বড় অঙ্কের জীবনবিমা করে, শর্ত একটাই—দূর্ঘটনায় মৃত্যু। শুরু হয় জীবনের সঙ্গে ভয়াবহ এক জুয়া। প্রথমে কুন্তল রাজি না হলেও, জীবনের ভারে এক সময় সে রাজি হয়। কিন্তু এরপরই গল্পের মোড় ঘুরে যায়।
সুদর্শন মরিয়া হয়ে ওঠে পরিকল্পনা সফল করতে, আর কুন্তল শুরু করে জীবনের প্রতি নতুন করে টান অনুভব করতে। শুরু হয় এক মানসিক ও শারীরিক দৌড়—জীবন আর মৃত্যুর মাঝখানে দুলতে থাকা এক থ্রিলার।
কাছের মানুষ কেবল আত্মত্যাগ আর সাহসিকতার গল্প নয়, এটি এক অনন্য মানবিক গল্প, যেখানে সম্পর্কের ব্যাখ্যা নতুনভাবে সামনে আসে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো দুই মানুষের মানসিক দ্বন্দ্ব এই চলচ্চিত্রকে করে তোলে অনন্য।
কাছের মানুষ ফুল মুভি ডাউনলোড লিংক
Kacher Manush Full Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 709.4 MB
Running time: 02:13:11 Hours
প্রথম লিংক থেকে কাছের মানুষ মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন কাছের মানুষ মুভি ডাউনলোড করার জন্য।