১৫ মে, ২০২৫ – জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ “গুলমোহর”। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তিন অভিনয়দক্ষ তারকা – যাকের, শাশ্বতা চ্যাটার্জি, এবং ইন্তেখাব দিনার।
ওয়েব সিরিজের কাহিনী
আলহাজ্ব রহমত তালুকদার – একসময় ছিলেন এলাকার একচ্ছত্র শাসক এবং প্রভাবশালী চেয়ারম্যান। রাজকীয় প্রাসাদের মতো তার রয়েছে বিশাল বাড়ি। দশ বিঘা জমি জুড়ে আছে চা বাগান। ৫০ বিঘার বেশি জমিতে ধানক্ষেত। এছাড়াও অগাধ সম্পদ, ব্যবসা আর ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে তার নামে।
কিন্তু আজ তিনি নেই। এলাকা জুড়ে মাইকিং চলছে—তালুকদারের জানাযায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মানুষও দলে দলে ছুটে এসেছে।
জানাযায় হুজুর আবেদন জানালেন— তালুকদারকে যেন সবাই ক্ষমা করে দেয়। এরপর তালুকদারের ছেলেদের সম্মতিতে শুরু হয় জানাজার নামাজ। কিন্তু নামাজ শেষে ঘুরে দাঁড়িয়ে দেখে— পিছনে কেউ নেই। এলাকার মানুষ কেউ জানাযা পড়েনি।
কেন? কী এমন করেছেন তালুকদার?
এই অনাকাঙ্ক্ষিত নিঃসঙ্গতা কি তার অতীতের কোনো গোপন পাপের ইঙ্গিত?
রহস্যের পরতে পরতে মোড়ানো উত্তরের খোঁজ পেতে হলে দেখতে হবে সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলিং ড্রামা সিরিজ – “গুলমোহর”।
গুলমোহর ফুল ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Gulmohor Full Web Series Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.34 GB
Running time: 03:08:23 Hours
প্রথম লিংক থেকে গুলমোহর ওয়েব সিরিজ ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন গুলমোহর ওয়েব সিরিজ ডাউনলোড করার জন্য।