ভামানা (Vaamana) ২০২৫ সালের একটি ভারতীয় কন্নড় ভাষার অ্যাকশনধর্মী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন শঙ্কর রামন এস এবং প্রযোজনা করেছেন চেতন কুমার গৌড়া, ইকুইনক্স গ্লোবাল এন্টারটেইনমেন্টস ব্যানারে। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ধনভীর গৌড়া ও রীশমা নানাইয়া। সংগীত পরিচালনা করেছেন বি. অজনীশ লোকনাথ, চিত্রগ্রহণ করেছেন মহেন্দ্র সিমহা এবং সম্পাদনায় ছিলেন সুরেশ আরুমুগম।
কাহিনির সংক্ষিপ্ত রূপ:
দুইটি ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠী শহরের দখল নিতে মরিয়া—তাদের পেছনে আছে প্রভাবশালী রাজনৈতিক শক্তি। এই সংঘাতের মাঝে আবির্ভাব ঘটে এক রহস্যময় যুবক গুন্নার, যার রাগ, প্রতিশোধ আর ভালোবাসা—সবই এক অনন্য মিশ্রণ।
চলচ্চিত্রের শুরুতেই দেখা যায়, গুন্নাকে মুখ বেঁধে ধরে আনা হয়েছে এক অন্ধকার জায়গায়। তার সঙ্গে থাকা দুইজনকে ইতিমধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গুন্নার পালা এলেই বদলে যায় দৃশ্যপট—শুরু হয় রক্তক্ষয়ী প্রতিশোধ। গুন্না একাই গুঁড়িয়ে দেয় পুরো গ্যাংকে।
অন্যদিকে গুন্নার প্রেমিকা একজন স্মার্ট, উচ্চশিক্ষিত নারী—যিনি একটি ভালো চাকরিতে মাসে লাখ টাকা আয় করেন। প্রেমিকা চায় গুন্না যেন তার বাবার সঙ্গে দেখা করে। কিন্তু সেই সাক্ষাৎ হয় অপমানের কারণ। হবু শ্বশুরের অবমাননাকর কথায় ক্ষিপ্ত হয়ে গুন্না জানিয়ে দেয়, সে মেয়েকে “উঠিয়ে নিয়ে” বিয়েই করবে!
এই ছবিতে রয়েছে প্রেম, প্রতিশোধ আর উত্তেজনায় ভরপুর অ্যাকশন—সবকিছুর দুর্দান্ত এক মিশ্রণ।
ভামনা ফুল বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক
Vaamana Full Bangla Dubbed Movie Download Link
Video Quality : Web-DL
Video Size: 1.43 GB
Running time: 02:37:00 Hours
প্রথম লিংক থেকে ভামনা বাংলা ডাবিং মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন ভামনা বাংলা ডাবিং মুভি ডাউনলোড করার জন্য।